নববর্ষ উদযাপন


অরুণ আলোয় কচিপাতা ঝলমলিয়ে ওঠে
মাধবীও কিরণ মেখে পাপড়ি মেলে ফোটে।
বাগিচাতে ছড়িয়ে পড়ে ফুলের মধুর হাসি
নববর্ষে মাতোয়ারা আনন্দ বানভাসি।


বর্ষবরণ করল ওরাও ঠিক আমাদের মতো
ভ্রমরাও জুটল এসে গান শুনালো কতো।
প্রজাপতি মৌমাছিরা বসল এসে ফুলে
কোয়েলাও করল পালন সুরেলা রব তুলে।


বুলবুলি-কাক-দোয়েল-ফিঙে জুটলো সবাই এসে
পুষিমণি ওদের পাশে বসলো ভালোবেসে।
চারটে শালিক দুটো ঘুঘু এল খবর পেয়ে
ভরদুপুরে জমায় আসর ওরাও নেচে-গেয়ে।


আমবাগানের ডালে ডালে খেলছে লুকোচুরি
নতুন বছর নতুন দিনে অপূর্ব মাধুরী।
বিকেলবেলা কুয়োপাড়ে মাতল আবার গানে
ওদের খুশির পরশ পেতে পৌঁছেছি বাগানে।


বিষাদগ্রস্ত জীবন যেন নতুন করে বাঁচে
প্রকৃতি-মা দেখে খুশি দুহাত তুলে নাচে।


© জয়শ্রী কর