জয়শ্রী কর
নৈসর্গিক শোভা


ডালে ডালে কত ফুল
কথা বলে হেসে হেসে
অরুণ কিরণ ঢালে
প্রকৃতিকে ভালোবেসে।


রোদ পেয়ে কুঁড়িগুলো
বিকশিত নানা রঙে
দোল খায় সমীরণে
নাচে ওরা কত ঢঙে।

বাতাসের কানে কানে
বলে ওরা কত কথা
এ কী অপরূপ শোভা
প্রকৃতির নীরবতা।

বাহারি ফুলের মেলা
প্রজাপতি এসে জোটে
পাখিরাও সুর তোলে
মৌমাছি মেতে ওঠে।


সবুজ পাতার ভিড়ে
থোকা থোকা আছে ঝুলে
বিকেলের মিঠে রোদে
মৌটুসী ফুলে ফুলে।