জয়শ্রী কর
পালকি


বিয়ের পরে প্রথম চড়ি মানববাহী রথে
যায় না দেখা পালকি এখন সচরাচর পথে।
অবলুপ্ত হয়ে গেছে কোথায় পাব খুঁজে
মানসপটে পালকি আঁকি চক্ষু দুটি বুঝে।


গাঁয়ের পথে পালকি যেত হুঁ-হুঁ-না সুর তুলে
রাখা আছে স্মৃতির পাতায় যাইনি আজও ভুলে।
নববধূর জন্য এখন সুসজ্জিত গাড়ি
পালকি যদি মিলত তবে তাতেই দিত পাড়ি।