.    চোরের মা’র বড় গলা


এ সংসারে ঝাঁজালো স্বর যার
ভাবে ওটাই মোক্ষম বাণ তাঁর।
          অনন্যোপায়
         কেবল চেঁচায়
  মাসতুত ভাই করে সুবিচার!


            উন্মনা


পালাই পালাই করিসনে মন
   সময় হলে যাবি তখন।
          সন্ধিকাল
         সব বেহাল
যখন যেমন তখন তেমন।