.                   লুকোচুরি


ফণীর মায়ের বড় গলা শাক দিয়ে মাছ ঢাকে
  নিজের ত্রুটি ঢাকতে গিয়ে পড়ে দুর্বিপাকে।
            বোলতাচাকে মারলে ঢিল
             আপন পিঠে পড়ে কিল
ওরা তখন ক্ষিপ্ত হয়ে বিষ-হুল ফোটায় তাঁকে।


                    কাজলা মেয়ে


তাকায়নি কেউ কোনোদিনও রং যে বেজায় কালো
  হোলির ফাগে রঙিন সাজে জ্বলছে মুখে আলো।
            আজকে সবাই আমায় দেখে
             আলাপ করছে কাছে ডেকে
       চিরস্থায়ী হলে এ রং হতো কতই ভালো।