.                 তৃপ্তির আধার


  খুশির আধার নাতিনাতনি হয় না কভু পর
ওরাই ভরায় আমার ভুবন রয় না খালি ঘর।
        ফুলের মতো মাতায় এ মন
           নিদ্রা টুটে, হয় জাগরণ
      পল্লবিত হয়ে ওঠে অনুর্বর প্রান্তর।


                   শরৎকাল


শিউলি-বকুল-চাঁপা-টগর হাসছে ডালে
কচিকাঁচার কোমর দোলে ঢাকের তালে।
          দূর্বাঘাসে শিশির ঝরে
       পূজার বাদ্যি মাতাল করে
   পদ্মকলি নয়ন মেলে শরৎকালে।