.                           কর্মফল


দুঃখ ব্যথায় বড়ই কাতর হারিয়ে গেছে মুখের হাসি
এখানে আর স্থান হবে না বেজে গেছে বিদায় বাঁশি।
                মুখ ফিরিয়ে আছে সবাই
               কী যে করি ভেবে না পাই
তলপিতলপা গুছিয়ে নিয়ে অগত্যা তাই যাচ্ছি কাশি।


                     মৌনী মুনি


    দিনের আলোয় সদাই তাঁরে মৌন দেখি
    রাতেরবেলা আঁখিতে তাঁর দীপ্তি এ কী!
           পাক ধরেছে মাথার কেশে
           ভজনা তাঁর কাঙাল বেশে
    নির্জনতায় চালায় সু-জন লেখালেখি।