পথেই দেখা পথেই চেনা পথেই পরিচয়
গলাপ-ঠোঁটের উছল হাসি বড়ই মধুময়।
শুভ্র শাড়ির আঁচলটুকু লাগল এসে গায়
হৃদয় জুড়াই পাশে বসে বকুলতরুছায়।


ক’রল আপন খুব সহজে চোখ দুটি উজ্জ্বল
আপন সুরে ভরায় ভুবন কত প্রাণোচ্ছল।
প্রজাপতির জন্য ফুলের সদাই খোলা দ্বার
খোশমেজাজে গল্প করি চিত্ত চমৎকার।


রাজার কুমার দেশান্তরে পায় না অবকাশ
ওদিক পানে দেখো চেয়ে দুলছে কেমন কাশ।
বাড়ি কোথায় কোন সুদূরে বলো তোমার নাম
এই পাওয়া যে পরম পাওয়া সামান্য নয় দাম।


জগৎপিতা সবার মিতা সদানন্দময়
সহজ ভাবে প্রকাশ করে বন্ধু হতে হয়।
ধরার বুকে প্রাণের পরশ একটু পেতে চাই
পথে পথে আজও আমি তারেই খুঁজে যাই।