জয়শ্রী কর
প্রভাতের স্নিগ্ধতা


ভোরবেলা উঠে দেখি ফুটে আছে কত ফুল
একরাশ খুশি নিয়ে আহ্লাদে মশগুল।
আকাশে মেঘের ভেলা সুশোভিত এ কানন
বাতাসে দোদুল দোলে, মধুপের গুঞ্জন।


ঠান্ডা বাতাস এসে শীতলতা দিয়ে যায়
রাতের জড়তা কাটে খুশি কানায় কানায়।
দেখি কত মৌমাছি ফুলে ফুলে প্রজাপতি
মধু খেয়ে উড়ে যায় হয় না ফুলের ক্ষতি।

আমার মাধবীলতা ফুটেছে রঙিন বেশে
স্বপ্ন জড়িয়ে আসে গান গাই কী আবেশে।
নীড়ে তো থাকে না আর পাখিরা খেলায় মাতে
স্নেহভরা হাতখানি বোলাই ফুলের গা-তে।


সকলের সখা ওরা সর্বদা থাকে পাশে
শেফালিকার সুবাস মিশেছে দূর্বাঘাসে।