বিনা দোষে যখনতখন দিতেন কড়া সাজা
শোষণ করে তৃপ্তি পেতে তিনি এমন রাজা।
প্রজার মনে বড়ই ব্যথা সহে বাধ্য হয়ে
অনটনে কাটত জীবন তবু নীরব ভয়ে।
রাজার অনেক যোদ্ধা ছিল আসতো দলে দলে
ভয়ে সবাই কাঁপতো তখন একতা নাই বলে।
সেই রাজারই মৃত্যু হলো হঠাৎ অপঘাতে
প্রজার মনে স্বস্তি এল বেদনা নেই তাতে।