অরুণকিরণ গায়ে মেখে প্রস্ফুটিত জবা
অতিথিদের আগমনে বসবে কবিসভা।
পূর্ণিমার এই শুভদিনে বাঁধবো হাতে রাখি
কবিতা আর গান শোনাবে সন্নিবিষ্ট পাখি।


বারান্দাতে আসন পাতা বসল সবাই এসে
বুলবুলিরা শিস দিয়ে যায় ওদের ভালোবেসে।
রবির পরশ ফুলের ছোঁয়া বাতাস লাগে গায়ে
সুবাস ছড়ায় শেফালিকা, চুমুক গরম চায়ে।


সভাপতি সভাকবি যেন মাণিক জোড়া
ওদের হাতে ধরিয়ে দিল দুটি ফুলের তোড়া।
জয়শ্রীদি গান শুনিয়ে বাঁধল রাখি হাতে
মনক্যামেরায় রাখল ধরে চমক আঁখিপাতে।


কবিতা ও মজার ছড়া বলল একে একে
রেখে দিলাম মানসপটে নিপুণভাবে এঁকে।
মধ্যাহ্নভোজ সারল সবাই মিষ্টি পরিশেষে
হাসিঠাট্টায় কাটল সময় খুশির ভেলায় ভেসে।


কবিরা এই মিলনমেলায় জানি না কী পেল
কোকিলকণ্ঠী পাখিরা আজ রাঙিয়ে দিয়ে গেল।