* শব্দদানব
জয়শ্রী কর


শব্দবাজি ভীষণ ভয়ঙ্কর
বধির হওয়ার সম্ভাবনা লাগে সবার ডর।
সবাই যদি না হয় সচেতন
কেমন করে সুস্থভাবে বাঁচবে মানুষজন।


নিয়ম আছে মান্যতা কে দেয়
ভঙ্গকারী অবলীলায় সুযোগ করে নেয়।
দীপাবলী আলোকের উৎসব
শব্দবাজি একটিও নয়, ব্রাত্য রাখো সব।


বায়ু যদি দূষণ মুক্ত হয়
সুস্থভাবে কাটবে জীবন দূর হবে সব ভয়।
উঠুক ভেসে সবার হাসি মুখ
ঝুঁকি নিয়ে বোম ফাটিয়ে কেন বাড়াও দুঃখ?


বারো মাসে তেরোটি পার্বণ
পুজো মানে খুশির আমেজ উড়ু উড়ু মন।
শপথ নিলাম হবোই সচেতন
খুশির ভেলায় ভাসবে তখন সোনার এ'ভুবন।