*         ##জয়শ্রী কর##
           সময় কেটে যায়


কীভাবে সময় কাটে ভাবি প্রতিদিন
দিন আসে দিন যায় বাড়ে শুধু ঋণ।
শ্রম বিনা কোনো কাজ হয় না সফল
অনড় অলস হলে বিপরীত ফল।

নিশীথের অবসানে আকাশ রাঙালো
যে কাজ করি না কেন জোগাবে সে আলো।
ফুলেরা পাপড়ি মেলে মাতে ওলি গানে
প্রজাপতি ফুলে বসে বলে কানে কানে।

শত কাজে প্রতিদিন কেটে যায় বেলা
অবসর পেলে দেখি পাখিদের খেলা।
মালতী-সুবাস ভাসে দখিনা বাতাসে
পুলকিত হয় মন বসি গিয়ে পাশে।


বুলবুলি টুনটুনি ওড়ে গাছে গাছে
ঘুঘু এসে বাসা বাঁধে দোলনার কাছে।