শঙ্খ ঘোষ


তুমি ছিলে আজ নেই
লেখাগুলো সব আছে
এই পৃথিবীর কাছে
ধরা আছে হাসি সেই।


সহজ সরল ভাষা
কোমল-কঠিন মন
প্রতিবাদী আজীবন
অন্তরে ভালোবাসা।


শানিত লেখনী ধরে
শব্দে বুনেছ জাল
হওনি টালমাটাল  
ঢেউগুলো গেছে সরে।


অক্ষরে বসবাস
অকুণ্ঠ সমাদর
জগতে কবি অমর
ঠাঁই দিল ইতিহাস।


© জয়শ্রী কর