# সারস-টিয়ার বিয়ে
জয়শ্রী কর


নেংটি ইঁদুর মাদল বাজায় ঢোলক বাজায় শোল
নেদুস মাগুর হাততালি দেয় তপসে বাজায় খোল।
ভাবছে সারস ছাদনাতলায় টোপর মাথায় দিয়ে
কাতলা বোয়াল সানাই বাজায় আসবে কখন টিয়ে।


বুলবুলি আর বউ-কথা-কও শিস দিয়ে যায় মুখে
শালিক চড়াই গাছের তলায় নাচছে পরম সুখে।
মৌটুসী আর ময়না ডাহুক গাঁথছে ফুলের মালা
শিব-গাজনের সং সেজে ব্যাং সাজায় বরণডালা।


রবির আলোয় হাসছে কুসুম সারস দাদার বিয়ে
পিপীলিকার কষ্ট ভীষণ দধির ভান্ড নিয়ে।
বলল দোয়েল শোন রে সবাই লগ্ন গভীর রাতে
মাংস পোলাও মণ্ডামিঠাই পড়বে সবার পাতে।


খুশির দোলায় ভরবে জীবন বাঁধবে প্রণয়ডোরে
দেবীর কৃপায় আসবে সুদিন প্রিয়ার হাতটি ধরে।
ভোরের আলোয় উড়বে দুজন নতুন দেশের পানে
গাছের ওপর গোপন ডেরায় মাতবে প্রেমের গানে।