*****************************
       ‘রূপবতী বর্ষারানি এবার বিদায় নাও’
     শরৎরানি হেসে বলে, ‘আমার দিকে চাও।
                 অঙ্গে তুলোর স্তূপ
                  দেখ কেমন চুপ
এমন ভাবে ভিজিয়ে দিয়ে তুমি কী সুখ পাও।’


    পথের ধারে দোলায় মাথা প্রস্ফুটিত কাশ
গাছের পাতায় সোনালি রোদ মুক্তো গায়ে ঘাস।
                 মহালয়ার গান
                 মধুর কলতান
কদম কেয়া নিচ্ছে বিদায় শিউলি ছড়ায় বাস।


দিঘির বুকে শাপলা শালুক আকাশ জুড়ে মেঘ
তুলোর মতো উড়তে থাকে বাড়লে বায়ুর বেগ।
                 কেমন মধুময়
                শীতল বায়ু বয়
  প্রকৃতি মা’র ব্যস্ততা খুব নেই কোনো উদ্বেগ।


  কচি সবুজ ধানের ক্ষেতে প্রাণেরই হিল্লোল
   মহামায়ার আগমনে ভরবে মায়ের কোল।
                সবার নতুন সাজ
                থাকনা পড়ে কাজ
    গাঁয়ে-গঞ্জে শহরেও উঠবে কলরোল।


বৎসরান্তে আসবে উমা ক’রবে আলো ঘর
  সবার মুখে ফুটবে হাসি সরসী নির্ঝর।
              মিলনের উৎসব
              কত তার বৈভব
   নারী পুরুষ শিশু যুবা আনন্দে মুখর।
***************************