মা সারদা একাধারে অনন্ত আকাশ
ভক্তিমতী শুদ্ধপ্রাণা সুখশান্তিনীড়
মায়ের সান্নিধ্যে মেলে শেফালিসুবাস
ও’রাঙা চরণতলে জমে তাই ভিড়।
দু’নয়নে ঝরে মা’র স্নেহ ভালোবাসা
বাহিরে যায় না দেখা আবেগ উচ্ছ্বাস
অন্তরে বিরাজমান অন্তহীন আশা
আপন মহিমা কভু করেনি প্রকাশ।


নররূপে নারায়ণ নাই জাতপাত
অন্নপূর্ণা মা সারদা জননী সবার
জীবন কেটেছে তাঁর খেয়ে শাকভাত
মায়ের করুণা পেলে আনন্দ অপার।
স্নেহের পরশ দিতে তাঁর আবির্ভাব
মানব জীবনে মা’র প্রশান্ত প্রভাব।