সুয্যি দিল ডুব
জয়শ্রী কর


পা চালিয়ে চল রে মুনু সুয্যি দিল ডুব
দেখ ওদিকে মেঘ জমেছে বৃষ্টি হবে খুব।
গাছের পাতা নড়ছে না তো উঠবে বুঝি ঝড়
পথের পাশে পড়ল চোখে ছোট্টো চালাঘর।


ভাঙা চালায় কুকুর শুয়ে দিচ্ছে অঘোর ঘুম
ছানাগুলো খেলছে গায়ে খাচ্ছে গালে চুমু।
কালো মেঘে ঢাকা আকাশ হচ্ছে মনে ভয়
এমন দৃশ্য খানিক সময় দেখার ইচ্ছে হয়।


খুড়ুক খুড়ুক শব্দ ওঠে চালাঘরের গা'য়
মুনু আমায় আঁকড়ে ধরে, তবুও ভয় পা'য়।
গাছের ডালে গান থেমেছে পাখিরা নিশ্চুপ
এমন সময় বৃষ্টি শুরু জল পড়ে টুপটুপ।


মাঝেমাঝেই বিজলি চমক ঝিঁঝিপোকার গান
সৌদামিনির তীব্র আলোয় আঁধেরা খানখান।
হঠাৎ দেখি গিমছা মাথায় সামনে একটা লোক
নেশার ঘোরে বেসামাল সে ঘোলাটে দুই চোখ।


পাশ কাটিয়ে এলেন চলে বুক করে ধড়ফড়
পাশাপাশি হাঁটছি দুজন বাজ পড়ে কড়কড়।
বিপদ বুঝে আঁতকে উঠি, তিনি জোগান বল
হাতটা ধরে তখন বলি, ভয় কী, জোরে চল।


একটু একটু ভিজে গেছি ছাতা তো একটাই
বাড়ি ফিরে পোশাক বদল এবার স্বস্তি পাই।