কাজলাদিদি বলল ফোনে দাওনা পরামর্শ
অসংযত বাক্য শুনে হয়েছি বিমর্ষ।
কেমন করে বলি তোমায় চোখ থেকেও অন্ধ
খানাখন্দে পা ফেলে দিই পেয়ে ফুলের গন্ধ।


ভাবনা কেন ক’রছো তুমি বই তো পরম সম্বল
আরাম করে শুধুই পড় গায় জড়িয়ে কম্বল।
হৃদয়মাঝে প্রাণপাখিকে বাঁধন দিয়ে রাখো
ঝড়ঝঞ্ঝা যতই আসুক ঘাপটি মেরে থাকো।


চলার পথে প্রচুর কাঁটা সেটা সবাই জানে
ব্যস্ত রাখো নিজেকে তাই রবি দুখুর গানে।
চিত্ত তখন উঠবে ভরে দেখবে অরুণ আলো
প্রফুল্লতা জাগবে মনে কাটবে সময় ভালো।


চালিয়ে যাও কলম তুমি আসবে উড়ে ভাষা
সর্বশক্তি প্রয়োগ করো পূরণ হবে আশা।
সমস্যা সব যাবে মিটে ভয় কেন পাও মিছে
বিপত্তারণ পরম প্রভু সর্বদা রয়ো পিছে।