সুস্বাদু লাড্ডু
জয়শ্রী কর


ক্ষীরের নাড়ু, বোঁদের নাড়ু
ফোটায় মুখে হাসি
নারিকেলের লাড্ডুগুলো
বানাত  ফুলমাসি।


ঠাম্মি যখন দিত হাতে
হতাম ভারী খুশি
ফুরিয়ে গেলে কী বা করি
শুধু আঙুল চুষি।


তিল-চাল-ডাল গুড়ের নাড়ুর
গোল্লা তৈরি হাতে
হল্লা করে খেতাম সবাই
অষ্টমীতে রাতে।


সদা চঞ্চল বালগোপালের
দুষ্টু বুদ্ধি মনে
লুকিয়ে খেত লাড্ডু-মাখন
একাকী নির্জনে।


গণপতির পূজা নাকি
হয় না লাড্ডু ছাড়া
বিশাল বিশাল মূর্তিগুলো
সত্যি নজরকাড়া।