স্বপ্ন দেখে


এই ছেলেটা, 'চললি কোথায়,
কোথায় রে তোর বাস?'
'পথের ধারে জীর্ণ কুটির
কষ্ট বারোমাস।


কাগজ কুড়াই রোজ দু'বেলা
এ ছাড়া পথ নাই
দোকানে তা বিক্রি করে
দুটো পয়সা পাই।


বড় হবার স্বপ্ন দেখি
বাস্তবে অমিল
পূরণ হলে জাগবে মনে
হর্ষ অনাবিল।


ফোটাব মা'র মুখে হাসি
এখন নিরুপায়
তাইতো আবর্জনা কুড়াই
যেটুকু হয় আয়।


এখন যাচ্ছি দুধের জন্য
পায়েস হবে আজ
জন্মদিনে ওটাই জোটে
পাই না নতুন সাজ।


#জয়শ্রী কর