ত্যাগের বার্তা নিয়ে ঈদ
এলো মোদের মাঝে
নিজ স্বার্থ বিলিয়ে দিয়ে
সাজি খোদার সাজে।


ফজর পড়ে একটু পরে
ঈদের নামায পড়ি
খোদার কাছে দু'হাত তুলে
একটু প্রার্থনা করি।


কুরবানি হোক শুধু মহান
প্রভুর সন্তুষ্টির জন্য
ধনি-গরীব নাই ভেদাভেদ
হই মিলে মিশে ধন্য।


গরু, ছাগল, উট, মহিষ
দুম্বা কিংবা খাসি
সবার তরে ছড়িয়ে পড়ুক
ঈদের সজীব খুশি।


গোশত বিলাই নিকটজনে
পাড়া প্রতিবেশীর কাছে
আরো বিলাই দরিদ্রজনে
তাতে ভারী পূণ্য আছে।


তাকওয়া ছাড়া কোন কিছুই
পৌঁছে না প্রভুর কাছে
তার কাছে তিনিই প্রিয়
যার তাকওয়া আছে।


[বাংলা একাডেমির শুদ্ধ বানান 'ইদ']