বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ফোঁটায় ফোঁটায় রাত দুপুর
দূর আকাশে মেঘমালা
ভরে গেল নদী নালা


বৃষ্টি পড়ে থেমে থেমে
ফোঁটায় ফোঁটায় গল্প জমে
ভেজা ভেজা পথ ঘাট
জলে ঢাকা খেলার মাঠ


বৃষ্টি পড়ে ঝিরঝিরে
রাত্রে ব্যাঙ গান করে
মিস করছি একা বসে
মন চায় কাউকে পাশে


বৃষ্টি পড়ে টিনের চালে
মাছ দেখা যায় খালে বিলে
গ্রাম্য গীতি কিশোর মুখে
এই আনন্দ কেবা রুখে!


কেউবা ভিজে টিনের দোষে
কেউবা ভিজে মনের সুখে
চোখ রাখো চারিপাশে
পাশে থাকো সুখে দুঃখে..