দেখো এই বদ্ধতার সীমান্তে শুয়ে
ফুসফুস নিঃসৃত দুঃখের গেরিলা!
কল্পলোকের বলয়ে ঘেরা ইন্দ্রিয়ের বারুদ-তপস্যা।
প্রেমিকের চোখের মত জেগে ওঠে আয়ুষ্কালের পুরাণ....



বিরহ কতটা স্পষ্ট হলে পদচিহ্নের আওয়াজ শোনা যায়?
পলেস্তারা কতখানি খসে পড়লে জীবিত হয়ে ওঠে দেয়ালের উলঙ্গ হৃদয়?



মৃত্যুকে মুক্তি মনে করে জীবনের কাছে অন্ধ হয়ে যাই
রাতকে আঁধার মনে করলে খুলে যায় বুকের মাঝখানে কারাগারের দরজা.....



ভুল করে সত্য দেখে ফেলা এ চোখ আজ আগুনের পাথর
নদীর কাছে গেলে  অনুতপ্ত শ্মশান-তরঙ্গে ভেসে আসে কাফনের মতো কিছু স্মৃতি....