প্রিয়তমা অন্ধকার
"একাকীত্ব" শব্দটির কাছে আমার একাধিক ছায়াও নিঃসঙ্গতায় আত্মাহুতি দেয়
সমাজ কবিতা শেখাতে আসলে নির্ণয় করি দ্রাঘিমা ও ব্যক্তিগত সারাংশ
দ্বীপের বুকে উঠে আসে সৌরজগৎ, কুয়োর কাছ থেকে ধীরে ধীরে সরে জলের গান
তৃষ্ণা থাকে না বলেই অসামাজিক কবির পটভূমিতে নির্লজ্জ শব্দেরা ঘর বাঁধে, সংসার ভাঙে


প্রিয়তমা অন্ধকার
এই বহুগামী সমাজ কবিতাকে 'অশ্লীল' বলতে বলতে ভুলে যায় গোপনাঙ্গ পরিষ্কার করার কথা!
দহনে ফুল ফোটাও প্রিয়তমা, জল ঢাললে মরে যাই....মরে যাই.....



কিছু কথা:
যারা কবিতা ও চটির পার্থক্য বুঝে না তাদের জবাবে এই লেখা। এই পাতায় বলয়গ্রাস সিরিজের কিংবা আর কোনো কবিতাই যাবে না। তাই বলে ভেবে বসো না যে আমার লেখা থেমে যাবে। তোমাদের মতো নষ্টদের জন্য কারো লেখা থামে না। এই নষ্টদের ভীড়েও জিতে যায় প্রিয়তমা অন্ধকার, জিতে যায় সাহিত্য ও কবিতা। কবিতার জয় হোক....