প্রিয়তমা অন্ধকার
একটি দীর্ঘতম রাত মানুষের জন্য দেহতত্ত্বের বিদ্যাপীঠ।


কখনো নাকফুলের শবের পাশে পড়ে থাকে ময়ূরের পালক
কারো কারো জন্য উরু হয়ে ওঠে ধর্মসিঁড়ি কিংবা ভাত খাওয়ার পর মিষ্টান্নের ব্যবস্থা।


কেউবা মেঘের ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে আকাশের কবরস্থানে
চাঁদের মরা ঘাস হাসে যেসব কবরে, সেগুলো খুদে বের করতে চায় প্রিয়ার হাড়!


প্রিয়তমা অন্ধকার
একটি দীর্ঘতম রাত আমাকে অমাবস্যা শেখাতে আসলে আমি শীতের ভূমিতে পাঠ করি কাশবন।