তুমি আমায় আজ বলছো আবেগহীন
সরলতা নেই কৈশোরের, প্রেম চোখে নিয়ে আর ঘুমোতে যাই না....
যেন উষ্ণতাহীন কোন দুপুর গড়াগড়ি খাচ্ছে গ্রীষ্মের বুকে!
সন্ধ্যাগুলো শুধুই ঘেমে উঠে অভিনয়ের পরিশ্রমে!
আমি হেসে উঠি, কারণ আবেগের দরজার সামনে এতকাল দাঁড়িয়ে ছিলাম উপহাস হয়ে..
সরলতার হাত হাত রাখতেই উধাও হয়ে যেত নিজ হাতের প্রেমের রেখাগুলো!


এতকাল একটু বাঁচার আশায় কতশত মৃত্যুসঙ্গম!
এতকাল নিঃশ্বাস নিতে নিতে ভুলে গেছি যৌবন!


বিশ্বাসের ভাষায় মানুষকে অনুবাদ করতে গিয়ে হারিয়েছি আলজিভ, হারিয়েছি নিজস্ব ব্যাকরণ....
কনডম ও কবিতাকে এক কাতারে দেখে জানতে পেরেছি, ভালোবাসা এক স্তন্যপায়ী প্রাণীর নাম!


আমি ফিরে আসব, ফিরে আসব সরলতা নিয়ে...
আবেগ ও প্রেম নিয়ে....
যদি আজ রাতেই আকাশ থেকে সমস্ত নক্ষত্র পদত্যাগ করে ফিরে যায় ঈশ্বরের ঘরে...