এক দুই ডুবসাঁতারের সাহস করেছো, এই দীঘির ইতিহাস না জেনেই...
এখন বিষাদ-শ্যাওলা জড়ানো দেহটি নিয়ে ফিরে যাও, ফিরে যাও!
এখানে কোন স্বচ্ছ জল নেই তোমার বুকের জন্য।
যুগ যুগান্তরের পুরুষেরা যখনই কামুক শরীর নিয়ে এখানে এসেছে
তারা আর ফিরে যেতে পারেনি বেশ্যালয়ে, একাধিক প্রেমিকার সঙ্গমে কিংবা সহধর্মিণীর একঘেয়ে শাড়ির তলে।


তুমিও চুমু খেতে খেতে হাতড়ানো শুরু করবে স্তন
লালাসিক্ত ওষ্ঠ থেকে সমস্ত শিহরণ বিদ্যুৎগতিতে নিচে নামতে থাকবে।
সূর্যতনুর অগ্নি-বুনন ছিঁড়ে ছিঁড়ে,
অপরাহ্নের হাত গলে গিয়ে টপটপ ঝরবে থেঁতলে যাওয়া প্রেমের পদযুগলে!
ছটফট করতে থাকা তৃষিত তোমাকে তখনই ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে এই দীঘির জলে!!
তোমাকেও আর উঠে আসতে দেখা যাবেনা, কোনোদিন না।