রাতের উষ্ণ ঠোঁটে কেঁপে কেঁপে যায় শিশিরের আবৃত্তি
নির্বোধ বিবেক হাতুড়ি পেটায় ধাতব বিশ্বাসের আপেক্ষিক শরীরে।
কিছু কিছু ছবি কোন কালোচিত ফ্রেমে এতটা দৃশ্যমান?
যতটা ঈশ্বর নিজেও হতে পারেননি....


ধবধবে অন্ধকারে হেঁটে গেলে মৃত্যুর সাথে দেখা হয়ে যায় যখন
তার হাত থেকে খসে পড়ে মখমলে পরকালের দলিল।
আমি রক্তজবার মতো কতগুলো পাপ তুলে নিই!
ব্রোথেলের ঠিকানা জানতে চেয়ে মৃত্যু তখন স্বয়ং হয়ে ওঠে জাতিস্মর!


কারো কারো হাটু সেজদার পর টলে টলে যায়।
পানশালা থেকে মসজিদের দুরত্ব মাপার পর দেখি মদের বোতলে বিক্রি হচ্ছে আতর!
কিছু কিছু ছবি তাই ততটাই দৃশ্যমান,
যতটা ঈশ্বর নিজেও হতে পারেননি কোনোকাল....