সুন্দরের মৃত্যু হয় নিঃশেষে সন্ধ্যার
নারীত্বে অশুদ্ধি আসে শুদ্ধ আত্মার প্রেমে।
পেন্সিলে আঁকা শরীরের স্পর্শে রাতের আগমন
ফ্রেম উলটো করে দেখি ভোরের সমস্ত কাঁচ গেছে ভেঙে...


হৃদয় রেখে দিয়েছিলাম অন্য পেয়ালায়
তাই গলায় নেমে আসে বিষের চুম্বন!
বিশ মিনিটে হই বিশ হাজার বার খুন
আততায়ী কবিরা সব হাসে আমাকে দেখে।


আত্মা নিয়ে খেলে খেলে হারাই শরীর
আলমারিতে বন্ধ থাকে দেয়ালের শিল্প।
কামাতুর গোলাপ ছুঁড়ে ফেলি রিকশা থেকে
নারীত্বের দাবি নিয়ে প্রেম চাইতে আসিনি।