দেখা হবে প্রিয়তম
        যদি প্রথম দিনের মত আবারো
গোলাপের কাঁটাগুলো থেকে ঝরাতে পারো জল!


সেদিন বসেছিলে ড্রইংরুমে
            অথচ কি ভেবেই যেন
                 খোঁজ করলে স্টোররুমের!
দেয়াল থেকে খসে পড়লো  
                                  সমস্ত পেইন্টিং! পেরেকগুলো ঢিলে হয়ে এলো
                               দেখে ফেললে  
           রক্তের শবদেহে জমাটবদ্ধ যৌবন!


সাজানো শোপিজগুলো  
         কাঁপতে শুরু করলো থরথর
কংক্রিট-বাগানে এলো
                ভূমিকম্প-মালী!
অনড় দেহগুলোতে ঝরলো সিমেন্টের ফুল!
          
স্টোররুম থেকে ডাক আসলো
      কে? কে?
রিখটার স্কেল হাতে শুধু মুচকি হাসি দিলে!
    
পায়ের তলে রাখা কার্পেটে
          উইজাবোর্ডের গোঙানি!
               দেখাবে মৃত অশ্রুদের পৌরাণিক নয়ন!
তড়িঘড়ি করে
             মোড়াতে শুরু করলাম কার্পেটটি।


তুমি চুমুক দিলে
      সরবতের যে গ্লাসের উপর ভনভন করে উড়ছিল মাছিরা
              কে? কে?
   ডাক আসলো আবারো!
         দূর থেকে ভেসে আসছিলো হুইস্কির গর্জন!!!
        
দেখা হবে প্রিয়তম
       যদি তুমি আবারো
তন্দ্রাপথে বিছিয়ে দাও জাগরণের এক লক্ষ চন্দ্রবিন্দু......