শান্তি চাই শান্তি চাই, যুদ্ধ চাই না শান্তি চাই-
শান্তির জন্য যুদ্ধ চাই-
নতুন ভুবন গড়বো মোরা, উঠবে নতুন রবি
আঁধার কালো মেঘ কাটিয়ে, তুলব আলোর ছবি।
জাগো জাগো নবীন জাগো-
বজ্র শিখার মশাল জ্বালো,- যদি আসে অনাগত আঁধার কালো!
জাগো জাগো নবীন জাগো- আধার কেটে আনব মোরা আলো।
শান্তি চাই শান্তি চাই, যুদ্ধ চাই না শান্তি চাই-
শান্তির জন্য যুদ্ধ চাই-
ওরা হোক প্রলয়ঙ্কর, ধূমকেতু ওরা নয় শাশ্বত!
ওরা হোক বন্য হিংস্র বীর, আমরা নই ওদের দাসত্ব।
ওরা দুঃশাসনে ঝরায় যদি,-আর এক ফোঁটা রক্ত!
জাগো হিমালয়,ধূমকেতু, উল্কা,অশনি;
জাগো মানবতা, জাগো- ঐক্যের হাতল কর শক্ত।
আমি মানুষ!আমি হিন্দু, মুসলিম,বৌদ্ধ, আমি খ্রিষ্টান,
আমার দেশ-কাল নাই ভেদাভেদ, গাহি সাম্যের গান-
আমি যুদ্ধ চাই না শান্তি চাই-
কে আছো জোয়ান হও আগুয়ান,- কে আছে লোহার শিকল পরি?
ভেঙ্গে ফেলো সব জালিমের নিবাস, উঠাও মানবতার তরবারি।
রক্ত-তৃষ্ণা ক্ষুধার রাক্ষসীরা আজ মনুষ্যত্ব করছে হরণ!
বিনয়ের আবরণে কতদিন রাখাযায় ঢেকে এ মরণ?
আমি জাগাতে চাই না, রফিক, বরকত, জব্বার কে
তোমাদের টুঁটি ছিড়ে ফেলবে!
আমি জাগাতে চাই না, মুক্তিযুদ্ধে শহীদদের
বারুদের আঘাতে জ্বলসে দিবে!
আমি বিপ্লবী হতে চাই না!
আমি আলোর বিরুদ্ধচারী আঁধারের মাঝে রবি!
আমি চন্দ্রবিন্দু নই অন্যের কাঁধে বসে থাকব!
আমি মালঞ্চে ফোটা সদ্য ফুটন্ত ফুল!
আমার সৌরভে সুরভিত হবে,-
ডাস্টবিন থেকে স্যানিটারি ন্যাপকিন।
আমি যুদ্ধ চাই না শান্তি চাই-
শান্তির জন্য যুদ্ধ চাই-


আগস্ট ১৩, ২০১৭