বন্ধন
===
হাতের শাঁখা সিঁদুর আঁকা, যুগল বন্ধির দাগ,
যাচ্ছে যখন সময় লগন, বেজে উঠল শাঁক,
অগ্নি হাতে নিয়ে পাতে, করেছি পণ রাধা কৃষ্ণের মত;
সাত জনমের বন্ধন মোদের, হয়না যেন ফাঁক।


জুলাই ২১, ২০১৭


সৃষ্টির দু'কুল
===========


পাখিদের কাছে যাও, বৃক্ষের কাছে চাও, যদি পেতে চাও নির্মল ছায়া,
বৃক্ষের সৃষ্টি তোমার দৃষ্টি, নিখিল ভুবন আর সুন্দর মনোরম অনাবিল কায়া,
যতই পাবে ততই চাবে, অবুও জীবন সুরার পিপাসা থাকবে বাকি;
পাবে স্বর্গীয় হুর, যদি করিতে পার দূর ঠুনকো পৃথিবীর সুখের মায়া।


জুলাই ২২, ২০১৭


পাখি= মানুষ
বৃক্ষ=  সৃষ্টি কর্তা