স্বাধীনতা এখন মাকাল ফল, ফাঁসিতে ঝুলে আছে শতাব্দীর মানচিত্র!
সেঞ্চুরিয়ানরা মত্ত রতিক্রিয়ায়,- উড়ে আসে ভীমরুলের ঝাঁক।  
না! অন্ধকারে নয়, এখন দিবালোকেই হয় এমন আপতন
ওরা ধ্বংস করে দিয়েছে অবলার বাসনা, দেহরূপ!
ওর সারাটা শরীরে ক্ষত খোঁড়ে নিয়েছে রক্তের স্বাদ!
শিরা-ধমনীতে ছিল একটি দানব!
রক্তে অবগাহনের পরে মানবতার টুঁটিতে বেঁধে রাখে।  
ও অপয়া হয়ে গেছে, ওকে বাঁচতে দিতে নেই!
আকাশ, বাতাস, বন-বৃক্ষ, আজ ওকে অস্বীকার করে!    
ওকে বাঁচতে হলে আরেকবার ওর শরীর খোঁড়তে হবে!
ছিঃ ছিঃ ছিঃ!!
তীক্ষ্ণ শকুন একটি কবর খুঁজছে,- মানুষকে ঘৃণা করার জন্য।
এখন,-
মনুষ্য ক্ষমতার বেদীতে বাসা বাঁধে রাত পোকা,
মানবতার শিরস্ত্রাণে ধরে আছে ঘুণে,  
নষ্ট অহমিকায় বিপর্যস্ত স্বদেশ।