ফুলের মত দেখতে তোমায়, নামটি ফুলের মত,  
গোলাপ, বকুল, জুঁই, চামেলী নাম রেখেছো কত।
মউয়ের গন্ধে, ফুল বনে ছুটছে কত, শত অলি,        
কাননে আমার ফুটিছে আজ একটি গোলাপ কলি।  
নয়ন পাতে রেখেছি গেঁথে, এসে বসেছো কোন ডালে,    
নেচে নেচে মেলিয়া পাখা, আমার মন সাগর দোলালে।        
দেখেছি জোছনা রাতে চাঁদের সাথে কতটা তোমার মিল,
মেঘ পাহাড়ের বুকে তোমায় দেখতে হয়েছি শঙ্খ চিল।
জোছনার জলে নৃত্য স্নানে তোমার দেখেছি কায়া আর চটুল আঁখি,  
হৃদয় সরসী ভরালে প্রেয়সী, কাননের ফুল দেখিতে না আছে বাকি।  
গলিতেছে দেখ আজ মেঘ বেণীতে তোমার জমানো তুষার,    
চৈত্রের খর তাপ তবুও ডুবু ডুবু ফসল নষ্ট চাষার।  
আসলে ফাগুন জ্বলবে আগুন তোমার রাঙা ঠোটে,
হিম কুয়াশার শিশির দেব যদি তৃষ্ণা জেগে ওঠে।


অক্টোবর ০৩- ২০১৭