এই বিবর্ণ শহরে
জীবন যেন অভিশপ্ত রূপকথা..
দিনের শুরুতে দূষিত কবিতা,
রাত হলেই নির্ঘুম গল্প,
এক ঘেয়ে সুরে যেন
প্রতিদিন একই গান..
পালিয়ে যেতে ইচ্ছে হলেই
ছুটির নামে হারিয়ে যাওয়া
দূর বহুদূরে কোথাও!
তারপর হাতেগোনা সময় শেষে
পায়ে পায়ে ফিরে আসা
এই স্বাধীন বন্দীশালায়!
এখানে কালেভদ্রে হয়তোবা
প্রকৃতির দেখা মেলে..
কখনো বারান্দায় শহুরে বৃষ্টিতে,
কখনো জানালায় চারকোণা আকাশে!
অনেকেই বিদ্রোহী হয়ে ডানা মেলে,
তবু উড়ে যাওয়া আর হয়ে ওঠেনা!
এই শহরের মায়াবী চোরাবালিতে
দ্রোহের আগুন তলিয়ে যায় ক্রমশ..
অ্যানালগ হৃদয়ে একটু একটু করে
জমতে থাকে শহুরে ভালোবাসা!