ভুলে যেতে বলে আবার পিছু ডাকো কেন বালিকা!


আজ সন্ধ্যায় প্রদীপ জ্বালোনি বুঝি!
কাঁচের চুড়ির শব্দ না হয় স্বপ্নে শুনে নিলাম।
নীল শাড়িটা আকাশ পরুক,
মেঘে ভাসিয়ে দিলাম।


এক সন্ধ্যায় জ্বললে প্রদীপ, উঠবে রাতে চাঁদ
তোমার গলার গান শুনবে চাঁদনী সোনা রাত।


বিক্ষুব্ধ হৃদয় যখন মরুর বুকে হাঁটে
মরিচিকার জল যে তাহার চোখ কিনারে নাচে।
উজাড় করা ভালোবাসার বুঝলে তুমি মানে
এক সকালে হঠাৎ এসে বলতে কানে-কানে।


ভালোবাসি...।❤