চলাে বনভূমির পাশে ঘনিষ্ঠ হই,
ঐখানে বৃক্ষদের নিরিবিলি আবাসস্থল।
গাছ-গাছালিরও প্রাণ আছে, তাদের মধ্যেও
মানুষের মতাে সুপ্ত বাচার ব্যাকুলতা।
অথচ তােমরা নিধন করে চলেছে বৃক্ষ,
গাছেরা চিরকাল সবুজ-শ্যামল পরােপকারী;
তারা ফলাতে চায় ফুল ফোটাতে চায় ফুল।
মানুষকে বাচিয়ে রাখতে নির্গত করে নির্মল।
অক্সিজেন, টেনে নেয় বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড ।
পরিশ্রান্ত পথিককে তারা দেয় স্নিগ্ধ ছায়া
প্রবল বর্ষণে মাথায় ধরে লাল পাতার ছাতা,
ধরে রাখে পাখিদের বাসা ডিম ছানা।।
তাদের হতেই পরিবেশের গােপন চাবি ।
তবু তােমরা তাদের নির্বিচারে করাে হত্যা।
ঈশ্বরের দোহাই গাছের গাত্রে আর দিওনা কুঠারের ঘা।
নিষ্ঠুর নির্দয় হয়ে চালিয়ে না দাঁতাল হাত করাত ।
মনে রেখাে গাছ ছাড়া মানুষের বড় বন্ধু নেই।