সবুজ ঘাসের কোন তৃষ্ণা নেই
তবু তুমি
মেহগনি রোদের মতনিজেকে ছড়িয়ে দিলে সবুজ জাজিমে


ফাল্গুন জলের কোন লোভ নেই
তবু তুমি
তোমার নগ্নতা দিয়ে ধুয়ে দিলে
জলের সন্ন্যাস


বর্গী হাওয়ার কোন চোখ নেই
তবু তুমি
তার অন্ধ আয়োজনে
তুলে দিলে মায়াবি আঁচল


তৃষ্ণা আছে লোভ আছে
দুর্মর বাসনা জ্বলে বীতনিদ্র চোখে
রহস্য অগম থেকে
তবু তুমি প্রসন্ন জলের গ্লাস
বাড়িয়ে দিলে না কোন তৃষিত সন্ধ্যায়