কোট প্যান্ট টাই পরা ডিজিটাল চোর
অফিসের বড় স্যার সেতো ঘুষখোর।
ফাইলেতে ধুলো জমা পড়ে আছে টেবিলে
নড়েনা তা একচুল উৎকোচ না পেলে।
কথা তার কাঁচা মিঠা সাক্ষাৎ দেবতা
স্বভাবে সে ঠোঁট কাঁটা করে আগে দাবিটা।
কাজে ফাঁকি ষোল আনা দুপুরেই বেরিয়ে
তাড়াতাড়ি বাড়ি যায় কাজগুলো ফেলিয়ে।
লজ্জাটা নেই তার দাঁত দিয়ে কাটে নখ
অযাথায় সভা ডেকে করে শুধু বকবক।
কলমের খোঁচা মেরে করে শুধু ডাকাতি
এক মাসে লাগে তার চার কিলো চা পাতি।
থেকে থেকে দেশটাকে বেচে দেয় বিদেশে
বাড়ি গাড়ি সবকিছু আছে তার সে দেশে।
অফিসের পিয়নটা দেখি আজ বড় লাট
দেখে দেখে শিখে আর চুরি করে দিন রাত।
দশ টাকা দিয়ে কেনা কালো বল পেনটা
বিল করে দুই শত পকেটে তার বাকিটা।
নবাবের স্বভাবেতে চলে কাজ কারবার
পঞ্জিকায় চেয়ে থাকে কবে হবে ছুটিবার।
কাজ যদি বেড়ে যায় দুই এক ঘন্টায়
পেটে ব্যথা শুরু হয় পর দিন তিনটায়।
ডিজিটাল চোরদের ডিজিটাল কারচুপি
এভাবেই শুরু আজ আমাদের ভরাডুবি।