বসন্ত এসেছে আজ প্রকৃতির সাজে
নতুনের রূপ ধরে পুরোনোর মাঝে।
বাতাসের সাথে দোল খায় ফুলগুলো
গোছানো প্রকৃতি যেন লাগে এলোমেলো।


গাছে গাছে সবুজেরা দেয় হাতছানি
ঝরা পাতা পায়ে চাপা মর্মর ধ্বনি।
বাসনার সুবাস আজ খোঁপায় গেঁথে
ফুলগুলো শোভা পায় রমনীর হাতে।


চঞ্চল আনমনা মনে যেন চায় কি
ঘাসফুলে ভালোবাসা জোনাকির চুমকি।
থেকে থেকে বাতাসের দমকা হাওয়া
শীত শেষে বসন্তে আছে কিছু পাওয়া।


চারিদিকে সোনা রোদ রূপালী আলো
বসন্ত বোঝেনা তো কে সাদা কে কালো।
বিমূর্ত সময়টা ভালোবাসা খোঁজে আজ
তাই বুঝি বসন্তকে বলি মোরা ঋতু রাজ।


কি যেন কি নেই পাশে সবকিছু থেকেও
অতৃপ্ত ভালোবাসা খোঁজে সুখ বুকেও।
বাসন্তী আসে যেন আপনার সাজ ধরে
সকলেই চায় তাকে মোহিনীর মতো করে।


ফাল্গুনী আসে তার সাজানো সে রূপে
চারদিকে নানা ফুল ফোটে চুপে চুপে।
ভ্রমরের গুঞ্জনে মাতোয়ারা এই ধরা
মৌ লোভে মৌমাছি হলো আজ দিশেহারা।