এসেছে বিজয় গর্বের দেশে
লাল সবুজের বেশে
এসেছে বিজয় রক্তের বানে
স্রোতের সাথে ভেসে।


এসেছে বিজয় বাঙালির ঘরে
লাখো প্রাণের বিনিময়ে
এসেছে বিজয় ধনী-গরীবের
শহর ও গ্রামের হয়ে।


এসেছে বিজয় সাহসীকতার
হাতে রেখে হাত বাঙালির
এসেছে বিজয় সব মানুষের
হিন্দু-মুসলিম সব জাতির।


এসেছে বিজয় চোখের জলে
হাজারো ত্যাগের জন্য
এসেছে বিজয় কবিতার সুরে
ধন্য এ মাটি ধন্য।


এসেছে বিজয় নয়টি মাসের
রক্তক্ষয়ী সংগ্রামের
এসেছে বিজয় শেখ মুজিবের
তর্জনী কাঁপানো হুঙ্কারের।


এসেছে বিজয় দুঃখিনী মায়ের
হারানো ছেলের কল্যাণে
এসেছে বিজয় হাজারো বাবার
মেয়ে হারানোর অভিমানে।


এসেছে বিজয় বাংলার আকাশে
মুক্ত পাখির সুর-তানে
এসেছে বিজয় মাটি-মানুষের
মিলেমিশে থাকা এক প্রাণে।