এসো অভয়ের সতেজ প্রাণ
শক্ত হাতে কর দমন আজ
প্রেতাত্মাদের এই শ্মশান।
কাঁপিছে বিশ্ব ধরণী মাতা
তোর পথ চেয়ে তোর ঐ ভ্রাতা
অন্ধকারে খুঁজিতেছে ভোর
কর সবুজ এই মরুদ্যান।
এসো অভয়ের সতেজ প্রাণ
পথহারা আজ বিশ্ব বাসী
ওরা হিন্দু কিংবা মুসলমান।
নত শিরে কাঁদে ভীরুর দল
টগবগে রক্ত আজ শীতল
টান মেরে তোল আধমরাদের
মুক্ত কর এই গোরস্থান।
এসো অভয়ের সতেজ প্রাণ
ধ্বংস কর আজ তাদের চারা
মর্ত্যেলোকে যে শয়তান।
জম্বিরা আজ রক্ত চোষে
বুকের খাঁচায় লালসা পোষে
সর্বনাশের কর বিনাশ আজ
তাদের হলকুমে মার টান।
এসো অভয়ের সতেজ প্রাণ
আর কতকাল থাকবি আড়াল
দ্বন্দ্বে মাতাল এ ময়দান।
সাদা কালো আর ডান বামে
দিন রাত আজ থমথমে
দেবতার আসন চায় ওরা আজ
করে স্রষ্টার অপমান।
এসো অভয়ের সতেজ প্রাণ
ফুলিতেছে আজ পাপ-তরঙ্গ
এই ভুমি থেকে আসমান।
একের তরে অন্য জিম্মি
শয়তান-বেঈমান চুমাচুমি
নরকের আগুন স্বর্গলোকে
জ্বালিতেছে ওরা আবহমান।
এসো অভয়ের সতেজ প্রাণ
অন্ধ যুগের বন্ধু তুমি
পাপ গুলো সব দে কোরবান।
বিশ্ব শান্তি মিথ্যে আশা
আশার বাণী তার সর্বনাশা
বুকে পোষা তার ললুপ নেশা
পিপাসায় করে রক্ত পান।
এসো অভয়ের সতেজ প্রাণ।