জীবনের মানে অনেক কঠিন কে বুঝেছিল কবে
একেক জীবন একেক রকম মানুষের এই ভবে।
আজকে জীবন যাচ্ছে যেমন কালকে সেটা অন্য
সময়ের ফেরে এক শরীরে বাস করে পাপ-পুণ্য।
জীবন কখনো মৃত্যুর ফাঁদে করে বাঁচার আকুতি
আবার কখনো স্বাধীনতা চায় খাঁচা-বন্দী পাখিটি।
জীবন মানে যুদ্ধের মাঠে অস্ত্রহীন এক সৈনিক
ঢাল বানিয়ে বুকের পাঁজর বেঁচে থাকাটা দৈনিক।
জীবন মানে নিত্য নতুন অনিশ্চিতের ভার বহন
আগুনে পোড়া কয়লা দেহে, সুস্থ মনের শব দহন।
জীবন মানে স্বল্পের মাঝে অল্প নিয়ে বেঁচে থাকা
মুচকি হেসে সুখ বিতরণ, আপন কষ্ট চেপে রাখা।
জীবন মানে হেরে গিয়েও মিথ্যে জয়ের উল্লাসে
গোপনে যার অশ্রু ঝরে প্রকাশ্যে তার মুখ হাসে।
জীবন মানে বঞ্চিত কারো বিদ্রোহী সব চাওয়া
মোহের কাছে দ্রোহের পতন, বৈঠা ছাড়া বাওয়া।
জীবন মানে যাচ্ছে ভালোই ঠোঁট বাঁকিয়ে বলা
অভাবের তোড়ে শরম লাজে পাশ কাটিয়ে চলা।
জীবন মানে উদাস চোখে একলা আকাশ দেখা
মেঘের রঙে কল্পনাতে ইচ্ছে গুলোকে আঁকা।
জীবন মানে ভবঘুরে মন সংসারী দেহের খাঁচায়
একটু খানি মুক্তি পেতে সকাল বিকাল চেঁচায়।
জীবন মানে শুন্য বুকে দীর্ঘশ্বাসের লাল ক্ষত
ঢেউয়ের সাথে ভেসে চলা বেনামি এক খড়কুটো।