----------কোন আশাতে বাঁচতে চাও ?-----
সিন্ধুর বুকে জাগল যে চর সেই চরে কে বাইবে নাও ?
             তেজের নদীতে ভাটার টান
             অমৃত ভাবিয়া বিষকে পান
কাফনে ঢেকে আপন বিবেক সজ্ঞানে আজ দাফন দাও।
              কোন আশাতে বাঁচতে চাও ?-----
আরশোলা হয়ে ঘরের কোণে প্রাণ পেয়েছ আর কি চাও ?
              চোখের তারায় ভয়ের ছবি
              যা খাওয়াবে তাহাই খাবি
কন্ঠ ছাড়িয়া ধরবি স্লোগান দেখবি পাশের সব উধাও।
              কোন আশাতে বাঁচতে চাও ?-----
গোলামী করে কাটিয়ে জীবন শেষ বেলায় কে মুক্তি চাও ?
                পাতালপুরীর গল্প শুনে
               বুক কাঁপে তোর রাত্রি দিনে
মরেছিস তোরা জন্মদিনেই আজকে শুধু কবরে যাও।
             কোন আশাতে বাঁচতে চাও ?-----
শান্তির খোঁজে লাঠি ছাড়িয়া হাতে নিয়েছ কুড়াল দাও।
                হয়েছ মানুষ জন্ম কালে
                কার পরশে পিশাচ হলে
শয়তানে আজ তোর ভগবান তুই হলি তার ভক্ত ছাও।
               কোন আশাতে বাঁচতে চাও ?-----
শত্রুকে করো কদমবুছি আর আপন ভাইয়ের রক্ত খাও।
               নিজের হাতে নিজ গলে ফাঁস
               আমটা ছেড়ে আঁটি চুষে খাস
মচকা পায়ে মাথা উঁচিয়ে লাল কাপড়ে ষাঁড় ক্ষ্যাপাও।
               কোন আশাতে বাঁচতে চাও ?-----
বজ্রপাতে পুড়লো যে গাছ তার ছায়াতে আজ ঘুমাও।
               আপন নেশায় জমিয়ে মেলা
              নির্বোধের আজ মগজে তালা
তাড়ির নেশায় বুঁদ হয়ে আজ কার পিছনে স্লোগান দাও ?