জীবনের সাথে পাল্লা দিয়ে মৃত্যু চলেছে ছুটি
ঠাঁই নেই কারো চিরদিন হেথা শুধু ক্ষণিকের লুটোপুটি।
কষ্ট গুলো জ্বলজ্বলে যেন তীব্র সূর্য তেজ
সুখ হলো সেথা ক্ষণিকের পাওয়া এই শুরু এই শেষ।
জন্ম, বৃদ্ধি, মৃত্যুর খেলা সদা সর্বদা চলে
মায়া মমতার ঘন কালো মেঘ বুকে বুকে ঝড় তোলে।
মৃত্যুর মতো পরম সত্য কি আছে আর ভবে?
ফাঁকি দিয়ে তাকে হয়েছে অমর কে কোথা বলো কবে?
মৃত্যু হলো জীবনের ছায়া একে অন্যের জুটি
সময়ের স্রোতে ভেসে যায় এক, টিকে থাকে অন্যটি।
কখনো জীবন মৃত্যুর মাঝে সুপ্ত লুকিয়ে থাকে
ঘুম ভেঙ্গে গেলে মাথা চাড়া দেয় ঐ বিধাতার ডাকে।
কখনো জীবনের উত্থান আসে মৃত্যুর দ্বার খুলে
শুন্যতা ঘুচে পূর্ণতা আসে জীবনের ডানা মেলে।
মৃত্যুর দিকে যাত্রা সবার জীবনের শুরু থেকে
অদৃশ্য এক পিছুটান মনে দ্বিধা দ্বন্দ্বে পোড়ে ধুঁকে ধুঁকে।
মৃত্যুর ভয় না থাকিলে বল জীবনের কী দাম আছে?
যতদিন আছে জীবন এই ভবে মৃত্যু আছে তার পাশে।
মৃত্যুই হলো চির যৌবনা চিরদিনই বেঁচে রবে
আর জীর্ণতা ঘেরা কষ্ট নিয়েই জীবন এগিয়ে হবে।