বাঁচার মতো বাঁচতে চাওয়া নেই আশা তার কোনো
লাশের সারি হচ্ছে ভারি আর মানুষ সেজেছে বুনো।
দুয়ারে দাঁড়িয়ে মৃত্যুর দূত করিতেছে সদা অপেক্ষা
কেহ ভাবে ইহা পাপের সাজা কেহ ভাবে তা পরীক্ষা।


পোকার মতো মরছে মানুষ যতটা না ভাইরাসে
তারও বেশী ঝরছে জীবন মানব চিতার ভীম রোষে।
মহামারীকে পূজি করিয়া ব্যবসাটা আজ জমজমাট
ভরছে উদর বাঁদরের দল রক্ত চোষা ওরা দেশের লাট।


মরছে কেহ পিষ্ট হয়ে পলিমারের চাকায় আজ
ঝুলছে কেহ ফ্যানের সাথে ঢাকতে আপন লজ্জা লাজ।
গ্রামে শহরে মরছে মানুষ, টাকা থেকেও আজ একা
সবই আছে এই জীবনে, শুধু আপনজনের নেই দেখা।


অপঘাতেও যাচ্ছে জীবন তরুণ তাজা আর বৃদ্ধ প্রাণ
অতিভোজনে মরছে মানুষ অনাহারেও দিচ্ছে জান।
নাস্তানাবুদ কর্মহীনে বাঁচার লড়াই তার রাত্রি দিন
মধ্যবিত্তের টানাটানি অচল জীবনে তার নেই জামিন।


অবহেলায় আজ অবেলায় যাচ্ছে ঝরে শতেক প্রাণ
টাকার পিছে ছুটছে মানুষ ফুরায় না তার টাকার টান।
হতাশ কেহ পেটের টানে তীরে তীরে সে নীড় বাঁধে
উদাস কেহ ভোগ বিলাসে জীবন কাটে তার উন্মাদে।


জীবন শুরুর গল্পটা এক আজ সব মানুষের কাছে
মৃত্যুটা তার ভিন্ন রূপে এক একটি জীবন সে নাশে।
এক একটি কাল যায় পেরিয়ে ইতিহাসের চেনা পাতায়
কোন বছরে মরেনি মানুষ? মানুষের জ্বালানো চিতায়।