থেমে গেছে আজ যত আয়োজন মানুষের ঘরে ঘরে
দাপুটে মৃত্যুর বেপরোয়া রূপ আসিতেছে যেন তেড়ে।
মহামারী আজ উল্লাস করে নর জীবনের স্বাদ পেতে
তাই ঝরে যায় শত শত প্রাণ জম-দূতের ঐ আদালতে।


কাঁদিতেছে বিশ্ব নিঃস্বের মত দেখিয়া দৃশ্য এই মরণের
কত বিভৎস হতে পারে জীবন যুদ্ধ চলা ময়দানের।
মায়াবী টানের এই পৃথিবী হয়নি তো কারো কভু আপন
পৃথিবীটা যে করিয়াছে জয় সেও বরিয়াছে এই মরণ।


সকলে আজ তীরের মুখে কোন এক অদৃশ্য শিকারির
করিতেছে সে জীবন শিকার রাজা, প্রজা ও ভিখারির।
কানে ভাসে আজ বাঁচার মিনতি পৃথিবীর কোনে কোনে
বাতাসের মাঝে প্রলয়ের সুর কে যে বাঁচে কার টানে?


মানুষের পর মানুষ করিতেছে গ্রাস নিদারুণ উদ্যমে
কোথা গিয়ে তার হবে অবসান জানেনা তা কোনজনে।
পৃথিবীতে পাওয়া নাম ও পরিচয় পৃথিবীতে যায় মুছে
না থাকিলে শ্বাস নাম হবে লাশ এই মানুষেরই কাছে।


হেরে গেছে আজ হিংস্র মানব হেরে গেছে তার গৌরব
আসেনি তো কাজে মারণ অস্ত্র, মিসাইল, বোম যতসব।
বোকাদের দল চায় প্রভুত্ব ভয় করেনা তারা বিধাতায়
সৃষ্টি কি কখনো হয়েছে স্রষ্টা? তবু কেন চেষ্টা অযাথায়।


পেটের তাড়নে ছুটে চলা জীবন অনিশ্চিত বিশ্রামে
ভরসার তরী আজ ডুবু ডুবু আশাগুলো তার থমথমে।
অদৃশ্য এক জিঞ্জির পায়ে তবু বেঁচে থাকা অভিমানে।
'হবো না আজ ঘরের বাহির' বলিতে পারে তা কয়জনে?