মানুষের মতো করে বেঁচে আছে কতজন?
ক্ষমতার দালালেরা বোঝে নিজ প্রয়োজন।
হনুবিদ ধনু হাতে ক্ষমতার বুনো ষাঁড়
চারদিকে জেঁকে বসা চিটার আর বাটপার।
টক্করে কুপোকাত পেশাদার হনুমান
টকশোতে গলাবাজি শয়তান-বেইমান।
মানুষের অবয়বে পশুদের আনাগোনা
দাপটের পা চেটে লোহাটাও হয় সোনা।
পিয়নেরর বউ চায় বাড়ি গাড়ি নেকলেস
চাপে পড়ে চুরি করে এ যুগের মোখলেস।
চারদিকে খাই খাই হোক সেটা ছাইপাশ
আইনের ফাঁদে পড়ে চিতা বাঘ খায় ঘাস।
কারো বাপ পাতি নেতা মামা খালু সরকারে
অবসরে চাঁদাবাজি দিন কাটে ঘুরে ফিরে।
বসে বসে পায় টাকা এলাকার মাস্তান
হাতে চুরি কানে দুল বেহায়ার সন্তান।
পিপাসায় খুন চোষে এ যুগের ক্ষুদিরাম
মানুষের চেয়ে বেশি চিনে ওরা ডান বাম।
কার পেশা কত বড়? বুঝি আজ হুমকিতে
হাঁটু কাঁপে থরথরে ক্ষমতার ধমকিতে।
নিজ হাতে নিজ পায়ে পড়েছি যে শৃঙ্খল
অপরাধ সয়ে যাই দুধ বেচে খাই ঘোল।
ব্যাংকের জমা টাকা পাখা মেলে উড়ে যায়
বৈদেশে বাড়ি গাড়ি কাটে দিন সজ্জায়।
অসুস্থ মগজের কোষে কোষে জমা দোষ
লুটেপুটে খায় ওরা আনোয়ার কিবা ঘোষ।
ধোঁকা খেয়ে বোকা হই কথাটা তো সাচ্চা
পশুদের ভিড়ে কি থাকে মানুষের বাচ্চা?