সৃষ্টির সেরা মানব জাতি পাপের রাজ্যে আজ দাসী
পাপের ভয়ে নিরাশ হয়ে পুণ্যের গলায় দেয় ফাঁসি।
স্রষ্টাকে আর ভয় করেনা পেলেই একটু ক্ষমতা
তার দাপটে কোণঠাসা হয় তার দু‌ পাশের জনতা।


মানুষ খেকো মানুষ ওরা আজ ধরেছে পশুর রূপ
এক পশু খায় অন্য পশু বাকী পশুরা থাকছে চুপ।
যায় কি আসে মরলে কেহ? ভাবখানা যেন স্বার্থপর
ঝড় উঠিলে ঈশান কোণে বুঝবে না সে আপন-পর।


বুঝলো না কেউ বুঝার মতো চক্ষু বুঁজে রয় খোজা
প্যাঁচার মতো গর্তে পচে ভাবখানা তার সেই রাজা।
প্যাঁকের ভিতর ঢুকিয়ে মাথা থাকছে ভীরু কালে কাল
টুনির রক্ত খাচ্ছে কাকে, কাকের রক্ত খায় শেয়াল।


মিলেমিশে এক গোয়ালে আজকে সবাই কাঙ্গালী
ঢাক বাজিয়ে পাচ্ছে প্রকাশ আপন গুনের চুনকালি।
চোখ কানে আজ কুলুপ এঁটে সাজছে সবাই টিকটিকি
চোরের বিচার করছে ডাকাত মিথ-মিথ্যায় সব ফাঁকি।


মিথ্যে আশার ভোর দেখিয়ে যাচ্ছে চুরি সূর্যটা
লোভের ফাঁদে সাদা-কালো একে অন্যের পা চাটা।
জোট বেঁধেছে ঠোঁট কাঁটারা টাকা মাটি সব গিলে
এক চেহারায় জোঁক ও জোকার মন চায় যা তাই বলে।


রক্তে বাহিত গোলামীর বীজ চিরকালই যেন বিষফোঁড়া
কে কার রক্তে খেলবে হলি? সবাই যে আজ সাপ ঢোড়া।
বোঝেনা সে খোদার গজব পাপ করে যায় রাশি রাশি
পাপের রাজ্যে কাটিয়ে জীবন ভোল ধরে হয় সন্ন্যাসী।